নিজস্ব প্রতিবেদক

  ০৯ এপ্রিল, ২০১৯

‘কৃষকরাই দেশের জাতীয় বীর’

কৃষকরাই দেশের সত্যিকারের জাতীয় বীর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। গতকাল সোমবার দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবে ‘কৃষক দেশ বাঁচায়, কৃষককে বাঁচতে দিন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আতিউর রহমান বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৭৮ শতাংশ মানুষ ছিল কৃষক বা কৃষকের সন্তান। এখনো দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল।

আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি। সভায় সভাপতিত্ব করেন কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ। সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাবেক কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মতিউর রহমান। সভা পরিচালনা করেন কৃষক আবদুল জলিল কিতাব মন্ডল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close