কুড়িগ্রাম প্রতিনিধি

  ০৮ এপ্রিল, ২০১৯

কুড়িগ্রামে পাট নিয়ে গোলটেবিল বৈঠক

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কৃষকদের মাঝে আধুনিক পদ্ধতিতে পাটের আঁশ ছড়ানোর মেশিন সহজলভ্য করা, উৎপাদিত পণ্য তৈরির প্রশিক্ষণ ও বাজারজাতকরণে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক সৃষ্টি বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কেন্দ্রে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের আয়োজনে গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। বৈঠকে অন্যদের মধ্যে অংশ নেন কুড়িগ্রাম পলিটেকিনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মনজুর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা ইয়াসমিন, প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের প্রকল্প পরিচালক কাজী মোরশেদ আলম, জেলা সমন্বয়ক রাকিবুল বাহার, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close