নিজস্ব প্রতিবেদক

  ০৮ এপ্রিল, ২০১৯

বিজনেস ইন্টিলিজেন্স সফটওয়্যার উদ্বোধন

গ্রাহকসেবা ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) নিজস্ব মানবসম্পদ ও ব্যবস্থাপনায় বিজনেস ইন্টিলিজেন্স নামে একটি নতুন সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার করপোরেশনের বোর্ড রুমে সফটওয়্যারটি উদ্বোধন করেন বিএইচবিএফসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী, করপোরেশনের মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকরা।

বিজ্ঞপ্তিতে জানান হয়, সফটওয়্যারটির মাধ্যমে ঋণ আবেদনকারীরা তাৎক্ষণিকভাবে তাদের দাখিলকৃত আবেদনের সর্বশেষ অবস্থান জানতে পারবেন। এছাড়া এ সফটওয়্যারের মাধ্যমে অপারেশনাল অফিসগুলো ঋণ আদায় কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করাসহ যাবতীয় তথ্যাবলি সহজেই পাওয়া যাবে। ফলে বিএইচবিএফসির প্রতিটি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close