নিজস্ব প্রতিবেদক

  ২৪ মার্চ, ২০১৯

ব্লকে লেনদেন কমেছে ১৭ শতাংশ

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানগুলোর লেনদেন হয়েছে ৫৩ কোটি ৪১ লাখ ৪ হাজার টাকার শেয়ার। যা আগের সপ্তাহ থেকে ১১ কোটি ৩ লাখ ৮২ টাকা বা ১৭ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৪ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকা।

ব্লকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক, সামিট পাওয়ার, গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, মুন্নু জুট স্টাফলার্স, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক, ডেল্টা ব্র্যাক হাউজিং, রেনউইক যজ্ঞেশ্বর, ফরচুন সুজ, ডেসকো, প্যারামাউন্ট টেক্সটাইল, এসকে ট্রিমস, বাংলাদেশ সাবমেরিন কেবল, ভিএফএস থ্রেড ডাইং, মার্কেন্টাইল ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সুহৃদ ও ইউনিয়ন ক্যাপিটাল।

কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সামিট পাওয়ারের ৮ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৬ কোটি ৪৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন।

এছাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর চার কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা, মুন্নু জুট স্টাফলার্সের ৩ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা, সিটি ব্যাংকের ২ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ২ কোটি ৪০ হাজার টাকা, সিঙ্গার বিডির ১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা এবং অলিম্পিকের ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাকি কোম্পানিগুলোর এককভাবে ১ কোটি টাকার কম শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যেÑ ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৭৯ লাখ ৬০ হাজার টাকা, রেনউইক যজ্ঞেশ্বরের ৩৬ লাখ ১০ হাজার টাকা, ফরচুন সুজের ২৫ লাখ ১০ হাজার টাকা, ডেসকোর ২৪ লাখ ৫০ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৪ লাখ ৪০ হাজার টাকা, এসকে ট্রিমসের ২২ লাখ ৬০ হাজার টাকা এবং বাংলাদেশ সাবমেরিন কেবলের ২১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এককভাবে ব্লক মার্কেটে ২০ লাখ টাকার কম লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যেÑ ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৩ লাখ ১০ হাজার টাকা, মার্কেন্টাইল ব্যাংকের ১১ লাখ ৩০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯ লাখ ২০ হাজার টাকা, সুহৃদের ৭ লাখ ৩০ হাজার টাকা এবং ইউনিয়ন ক্যাপিটালের ৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close