নিজস্ব প্রতিবেদক

  ২১ মার্চ, ২০১৯

রফতানির সম্ভাবনাময় খাত তথ্যপ্রযুক্তি

২০২১ সাল নাগাদ তথ্য ও প্রযুক্তিপণ্য রফতানির লক্ষ্য পূরণ করতে হলে আগামী তিন বছরে পাঁচ গুণ বাড়াতে হবে রফতানি। সে জন্য পুরো দেশকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। আবার বিদেশে টাকা পাঠানোর সীমাবদ্ধতা থাকায় অনেক ক্ষেত্রেই রফতানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ-সংক্রান্ত নীতিকে আরো নমনীয় করার তাগিদ দিয়েছেন তারা। দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে মোবাইল সেবা। মুঠোফোনে ইন্টারনেটও ব্যবহার করছেন গ্রামের গ্রাহকরা। কিন্তু ব্রডব্যান্ড এখনো সুলভ নয়। থাকলেও তার গতি সীমিত।

তাই তথ্যপ্রযুক্তির অন্তত ৭০ থেকে ৭৫ শতাংশ প্রতিষ্ঠানই রাজধানীতে। এসব প্রতিষ্ঠানের হাত ধরেই গত বছরে প্রায় ১০০ কোটি ডলার রফতানি হয়েছে, যা ২০২১ সালের মধ্যে ৫০০ কোটিতে নিয়ে যেতে চায় সরকার। কিন্তু সে জন্য দেশজুড়ে ব্রডব্যান্ডের দ্রুতগতির ইন্টারনেটের বিস্তৃতি চান উদ্যোক্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close