নিজস্ব প্রতিবেদক

  ২০ মার্চ, ২০১৯

আইএফআইসি ব্যাংক

সাহিত্য পুরস্কার ঘোষণা

সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক। ২০১৭ সালের এ পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং বুলবুল সরওয়ার। সম্প্রতি আইএফআইসি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সিরাজুল ইসলাম চৌধুরী প্রবন্ধগ্রন্থ ‘অবিরাম পথ খোঁজা’ এবং বুলবুল সরওয়ার ভ্রমণকাহিনি বিষয়কগ্রন্থ ‘স্বপ্নভ্রমণ জেরুজালেম’-এর জন্য পুরস্কার পাচ্ছেন। আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কারের মূল্যমান ৫ লাখ টাকা।

সাহিত্য পুরস্কারটি দিতে সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে একটি নির্বাচক বোর্ড গঠন করেছে ব্যাংকটি। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা ভাষার সেরা দুটি বই বাছাই ও নির্বাচন করে তারা। ‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল সাহিত্যের সহযাত্রী’ এ সেøাগানে ২০১১ সাল থেকে আইএফআইসি ব্যাংক এ পুরস্কার দিয়ে আসছে। বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সাহিত্যচর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close