নিজস্ব প্রতিবেদক

  ১৯ মার্চ, ২০১৯

দর বাড়ার শীর্ষে ম্যারিকো বাংলাদেশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার টপ টেন গেইনার বা দর বাড়ার শীর্ষে ছিল ম্যারিকো বাংলাদেশ। ওই দিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯৫ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১ হাজার ৬২১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। ওইদিন কোম্পানিটি ১ হাজার ১৮১ বারে ৭৪ হাজার ৯১৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকা। রেকিট বেনকিজার গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর বেড়েছে ১৬২ টাকা ৩০ পয়সা বা ৫ শতাংশ। এ দিন কোম্পানিটি সর্বশেষ ৩ হাজার ৪০৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৮৩ বারে ১৯ হাজার ৬০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৭ লাখ ৪২ হাজার টাকা।

ইস্টার্ন লুব্রিক্যান্টস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। ওই দিন কোম্পানিটির দর বেড়েছে ৪৫ টাকা ৩০ পয়সা বা ৩ দশমিক ৪৩ শতাংশ। এ দিন কোম্পানিটি সর্বশেষ ১ হাজার ৩৬৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৪০ বারে ১৩ হাজার ৫১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো গ্লোবাল হেভি কেমিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রিলায়েন্স ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, রেনউইক যজ্ঞেশর, ব্যাংক এশিয়া ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close