নিজস্ব প্রতিবেদক

  ১২ মার্চ, ২০১৯

বিনিয়োগ সম্ভাবনা

সিঙ্গাপুরে হবে গ্লোবাল সামিট

দ্রুত শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক সাফল্যের পথে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন এ দেশের সম্ভাবনা কাজে লাগাতে আসছেন প্রবাসী বাংলাদেশি এবং বিদেশিরাও। তারা বিনিয়োগ করতে চান, কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা কিংবা ব্যবসায়িক অংশীদারের খোঁজ পান না। তাই দেশি-বিদেশি ব্যবসায়ীদের মাঝে যদি নেটওয়ার্ক তৈরি করে দেওয়া যায়, তাহলে এ দেশে বিনিয়োগ সম্ভাবনা আরো বাড়বে বলে জানিয়েছেন গ্লোবাল বিজনেস সামিটের প্রেসিডেন্ট এবং আমেরিকায় রেডিও রূপসী বাংলার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী নূর ইয়াহিয়া। সম্প্রতি রাজধানীতে প্রবাসী ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তিনি বলেন, দেশি-বিদেশি ও প্রবাসী ব্যবসায়ীদের মাঝে যোগসূত্র তৈরির লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে দুই দিনের গ্লোবাল বিজনেস সামিট। ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এতে কী নোট বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র ফেলো ড. নাজনীন আহমেদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close