নিজস্ব প্রতিবেদক

  ১১ মার্চ, ২০১৯

ব্লক মার্কেটে ৪ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার ব্লক মার্কেটে ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কনফিডেন্স সিমেন্ট কোম্পানির শেয়ার। কোম্পানিটির মোট ১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানির ৭৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানি ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানিটির ৫৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলোÑ বাংলাদেশ সাবমেরিন কেবল ১২ লাখ ৩২ হাজার, ঢাকা ব্যাংক ৩৩ লাখ ২০ হাজার, ডাচ্ বাংলা ব্যাংক ১৮ লাখ ২০ হাজার, সিঙ্গার বিডি ২৬ লাখ ৬০ হাজার, সোনার বাংলা ইনস্যুরেন্স ১০ লাখ ১০ হাজার এবং ইউনাইটেড পাওয়ারের ২৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close