নিজস্ব প্রতিবেদক

  ০৭ মার্চ, ২০১৯

ডিএসইতে সূচকের পতন সিএসইতে উত্থান

ডিএসইতে সূচকের পতন এবং সিএসইতে উত্থানের মধ্যদিয়ে বুধবার শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। একই সঙ্গে কমেছে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর। কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণও।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক গতকাল ১ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৬৮৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়া সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৩০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৯৯৩ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭ হাজার ৪২২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close