নিজস্ব প্রতিবেদক

  ০৭ মার্চ, ২০১৯

বেশি বিনিয়োগ করতে সুইডেন ডেনমার্কের প্রতি আহ্বান

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করার জন্য সুইডেন ও ডেনমার্কের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীর। সুইডেনের রাষ্ট্রদূত শারলট সøাইটার ও বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইসট্রাপ পিটারসেন মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার কার্যালয়ে ডিসিসিআই সভাপতির সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালক হোসেন এ সিকদার, কে এম এন মঞ্জুরুল হক, মোহাম্মদ বাশীর উদ্দিন এবং এস এম জিল্লুর রহমান। এ সময় ঢাকা চেম্বারের সভাপতি বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে ডেনমার্ক এবং সুইডেনের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close