নিজস্ব প্রতিবেদক

  ০৫ মার্চ, ২০১৯

সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন

সূচকের পতনের মধ্য দিয়ে সোমবার দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে; একই সঙ্গে কমেছে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৬৮২ পয়েন্টে।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয় ৬৮২ কোটি ১ লাখ ৯৩ হাজার টাকার। যা আগের কার্যদিবসের থেকে ২০ কোটি টাকা কম। ওইদিন লেনদেনের পরিমাণ ছিল ৬৬২ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকা। সোমবার ডিএসইতে ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১ শতাংশ বা ৭৩টির, কমেছে ৬৬ শতাংশ বা ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ শতাংশ বা ৪৩টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট কমে অবস্থান করে ১৭ হাজার ৪৩০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close