নিজস্ব প্রতিবেদক

  ০৪ মার্চ, ২০১৯

ব্লক মার্কেটে ৪৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার ব্লক মার্কেটে ১০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ৫ লাখ ৬ হাজার টাকায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউসিবি শেয়ার। কোম্পানিটির মোট ৩৩ কোটি ৮৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কেপিসিএল। কোম্পানির ৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। বাংলাদেশ সাবমেরিন কেবল ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৩৫ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো ডরিন পাওয়ার, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, লিগ্যাসি ফুটওয়্যার, মুন্নু সিরামিকস ইত্যাদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close