নিজস্ব প্রতিবেদক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৯

দর বাড়ার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ। ওই দিন শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৪৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, শেয়ারটি সর্বশেষ ৮৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানিটি ৪ হাজার ১৭৯ বারে ২১ লাখ ৮৭ হাজার ৮২২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৮০ লাখ ৬৫ হাজার টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা বা ৭ দশমিক ৯৪ শতাংশ। এ দিন কোম্পানিটি সর্বশেষ ১০৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ২৯৩ বারে ১০ লাখ ৩ হাজার ১২০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬৬ লাখ ২ হাজার টাকা।

জেএমআই সিরিঞ্জেস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২৭ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৯৯ শতাংশ। এ দিন কোম্পানিটি সর্বশেষ ৩৭৩ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৫২৯ বারে ১ লাখ ৯৭ হাজার আটটি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ১২ লাখ ৯৯ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ডাচ্-বাংলা ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close