নিজস্ব প্রতিবেদক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জসহ (ডিএসই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। তবে বেড়েছে লেনদেনের পরিমাণও।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়া সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৭ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবস থেকে কমে দাঁড়িয়েছে ৮৯১ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকায়। যা রোববার থেকে ১৬৬ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭২৫ কোটি ৪৯ লাখ ৫৬ হাজার টাকার। সোমবার ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০ শতাংশ বা ৬৮টির, কমেছে ৭০ শতাংশ বা ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ শতাংশ বা ৩৭টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট কমে অবস্থান করে ১৭ হাজার ৫৩৮ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close