reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

কামাল মোস্তফা চৌধুরী স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল মোস্তফা চৌধুরী সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংকের অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩০৭তম সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার গুনাগরী গ্রামের কাজিম চৌধুরীবাড়ির সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ায় করা অবস্থায় আমদানি-রফতানি এবং শিপিং ব্যবসায় কর্মজীবন শুরু করেন। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান। এছাড়াও তিনি রাজা করপোরেশন ও কেএমসি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী, হলি ক্রিসেন্ট হাসপাতাল লিমিটেড, চট্টগ্রামের উদ্যোক্তা পরিচালক এবং আহমদিয়া ছুন্নিয়া ডলমপীর (রহ.) মাদ্রাসা, গুনাগরী, বাঁশখালী, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা।

কামাল মোস্তফা চৌধুরী ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে জড়িত। তিনি বাঁশখালীর কোকদন্ডী গুনাগরী হাইস্কুল কমিটির সাবেক মেম্বার এবং চট্টগ্রাম ক্লাব লিমিটেড, চিটাগাং সিনিয়র ক্লাব লিমিটেড, চিটাগাং বোট ক্লাব, ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, কুমিল্লা সেনানিবাস এবং আর্মি গলফ ক্লাব ঢাকা সেনানিবাসের সদস্য। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব, রাইফেলস ক্লাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সদস্য এবং সাবেক ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কমিটি চট্টগ্রাম সমিতি, ঢাকা এবং বাঁশখালী সমিতি ঢাকার সভাপতি। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং এফবিসিসিআইয়ের সদস্য।

তিনি ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, আমেরিকা, চীন, থাইল্যান্ড, ইংল্যান্ড, ভুটান, জাপান ও তাইওয়ান ভ্রমণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close