নিজস্ব প্রতিবেদক

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা পায়নি বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ চুরির ঘটনার পর সমালোচনার মুখে সাইবার নিরাপত্তা ঢেলে সাজাতে নানামুখী পদক্ষেপ নিলেও প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা (চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার) বা সিসো হিসেবে নিয়োগ দেওয়ার মতো প্রার্থী খুঁজে পাচ্ছে না বাংলাদেশ ব্যাংক। ফলে প্রস্তাবিত সাইবার সিকিউরিটি ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ ওই পদটি শূন্যই পড়ে থাকছে।

রিজার্ভ চুরির পর থেকে গত তিন বছরে সার্ভার ও ডেটা সেন্টার সংস্কার, কর্মকর্তাদের মধ্যে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে সতর্কতা জারি, তথ্য-প্রযুক্তি পরিচালন ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভাগ দুটির দায়দায়িত্ব বণ্টন করাসহ নানামুখী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, ‘মানবসম্পদ বিভাগ-১ থেকে নিয়োগের বিষয়টি তত্ত্বাবধান করা হচ্ছে। এখনও কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।’ এক্ষেত্রে নিয়োগের শর্তে কোনো পরিবর্তন আনা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে এখনই কিছু বলতে পারছেন না তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close