নিজস্ব প্রতিবেদক

  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোবার লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ১৬ লাখ ২৬ হাজার পাঁচটি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার টাকা। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিকস। কোম্পানিটির ১১ লাখ ৯৭ হাজার ৮২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৯ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা। ফরচুন সুজ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ৮৩ লাখ ৩ হাজার ৮৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৬৪ লাখ ৭১ হাজার টাকা।

বাংলাদেশ সাবমেরিন কেবল তালিকার চতুর্থ স্থানে রয়েছে। কোম্পানিটির ১৬ লাখ ১৯ হাজার ৫৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৬২ লাখ ১৫ হাজার টাকা। তালিকার পঞ্চম স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার। কোম্পানিটির ৯ লাখ ৩৬ হাজার ৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ৪২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো জেনেক্স ইনফোসিস, মুন্নু স্টাফলার্স, পাওয়ার গ্রিড, সিঙ্গার বিডি, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ফার্মা এইড, সায়হাম কটন, গ্রামীণফোন, জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল টিউবস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বার্জার পেইন্টস, প্রিমিয়ার ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল ও ডরিন পাওয়ার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close