রংপুর ব্যুরো

  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

এসডিজি অর্জনে সফল হবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ এসডিজি অর্জনে সফল হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সবাইকে জেগে উঠতে হবে। ৭২ বছর বয়সে এসে এখনো প্রধানমন্ত্রী প্রতিদিন ১২-১৪ ঘণ্টা কাজ করছেন। নিজের জন্য বা পরিবারের জন্য ঘুমকে হারাম করেননি। তিনি দেশের জন্য ঘুমকে হারাম করে জেগে আছেন। আমাদেরও জেগে উঠতে হবে। প্রধানমন্ত্রীর মতো ঘুমকে হারাম করতে হবে।’

গতকাল রোববার বিকেলে রংপুরের আরডিআরএস মিলনায়তনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

‘জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে সরকার’ উল্লেখ করে টিপু মুনশি বলেন, বাংলাদেশের উন্নয়ন জংশন কেমন হবে, সেই লক্ষ্য অর্জনে কাজ করা হচ্ছে। বিশ্বের ১৬৯টি দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধ পরিকর।’

রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর (এসডিজিবিষয়ক) মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের (সাধারণ অর্থনীতি বিভাগ) সিনিয়র সচিব ড. শামসুল আলম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছ-উল-আলম মন্ডল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close