নিজস্ব প্রতিবেদক

  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

দর বাড়ার শীর্ষে ফরচুন সুজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপ টেন গেইনার বা দর বাড়ার শীর্ষে ছিল ফরচুন সুজ। এ দিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানিটি ৪ হাজার ৪০৯ বারে ৮৩ লাখ ৩ হাজার ৮৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ কোটি ৬৪ লাখ ৭১ হাজার টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ। এই কোম্পানিটির দর বেড়েছে ৩৩ টাকা বা ৮ দশমিক ৭৪ শতাংশ। এ দিন কোম্পানিটি সর্বশেষ ৪১০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ১০৫ বারে ২ লাখ ৭৩ হাজার ৮৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৮১ লাখ টাকা।

স্টাইল ক্রাফট গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। ওই দিন কোম্পানিটির দর বেড়েছে ৬২ টাকা বা ৭ দশমিক ৪৯ শতাংশ। সর্বশেষ ৮৮৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯৪২ বারে ৬৫ হাজার ৫৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৮২ লাখ ৩৬ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো মেরিকো বাংলাদেশ, আরামিট লিমিটেড, রেনেটা লিমিটেড, মুন্নু সিরামিকস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ফাইন ফুডস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close