নিজস্ব প্রতিবেদক

  ১০ ফেব্রুয়ারি, ২০১৯

সপ্তাহে দর পতনের শীর্ষে যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপ টেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২০ দশমিক ১০ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২১ লাখ ১৫ হাজার টাকা লেনদেন কওে; যা গড়ে প্রতিদিন ৪ লাখ ২৩ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬ দশমিক ২৪ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৫১ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন কওে; যা গড়ে প্রতিদিন ৭০ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা।

বিডি অটোকারস লুজারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩ দশমিক ৭৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১২ কোটি ৯২ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ২০০ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং, এসিআই লিমিটেড, মাইডাস ফিন্যান্সিং ও খুলনা প্রিন্টিং।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close