নিজস্ব প্রতিবেদক

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

বন্দরে ব্যাংক খোলা থাকবে

সকাল ৭ থেকে রাত ১০টা পর্যন্ত

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত পণ্য খালাস ও ব্যবসায়িক কার্যক্রম সহজতর করার লক্ষ্যে চট্টগ্রাম, মোংলা ও বেনাপোল স্থলবন্দরের ব্যাংকগুলো প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। গতকাল সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বলা হয়, বন্দরগুলোতে ২৪ ঘণ্টা সার্ভিস সহজতর ও বাস্তবমুখী করে তোলার লক্ষ্যে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা থাকবে। এতে করে বন্দর ব্যবহারকারীদের কাক্সিক্ষত সেবা প্রদান আরো সহজ হবে। চট্টগ্রাম, মোংলা ও বেনাপোল স্থলবন্দরে কনটেইনার স্ক্যানিংয়ের জন্য কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত পর্যাপ্ত ‘স্ক্যানার মেশিন’ স্থাপন করবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সভাপতিত্ব বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close