নিজস্ব প্রতিবেদক

  ৩০ জানুয়ারি, ২০১৯

দর পতনের শীর্ষে এসিআই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার টপ টেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে ছিল এসিআই। এ দিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৪ শতাংশ বা ২৩ টাকা ৫০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩১৫ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানিটি ১ হাজার ৫৫৪ বারে ১ লাখ ৩৩ হাজার ৮৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯১ শতাংশ বা ৯০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এ দিন কোম্পানিটি ১ হাজার ৩৪১ বারে ২৫ লাখ ১২ হাজার ৯৩০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা।

পিপলস লিজিং তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।

কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ বা ৪০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬ টাকা দরে লেনদেন হয়েছে। এ দিন কোম্পানিটি ২১৪ বারে ৪ লাখ ২৩ হাজার ৬০৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ লাখ ১৭ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হলো- জেএমআই সিরিঞ্জ, তসরিফা ইন্ডাস্ট্রিজ, বিডি ইন্ডাস্ট্রিয়াল, অ্যাপেক্স ট্যানারি, এমারেল্ড অয়েল, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও এসিআই ফরমুলেশন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close