নিজস্ব প্রতিবেদক

  ২৮ জানুয়ারি, ২০১৯

লেনদেনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে আসে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা মোট লেনদেনের তিন দশমিক ৮৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ১১ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ১৯৯টি শেয়ার লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৭ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের শেষদিনে শেয়ারটির দর অপরিবর্তিত ছিল। তবে ওইদিন লেনদেন হয় ৪১ কোটি ১৪ লাখ টাকার। শেয়ারটির সর্বশেষ দর দাঁড়িয়েছে ১৭ টাকায়। গত এক মাসে শেয়ারটির দর ১১ টাকা ৭০ পয়সা থেকে ১৭ টাকা ১০ পয়সায় উঠে আসে। তবে গত বছরের ২৩ ডিসেম্বর থেকে শেয়ারটির দর ধারাবাহিকভাবে বাড়ছে। বর্তমানে শেয়ারটির দর এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

লেনদেনে শীর্ষ দশের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন। জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানিটির ৪৪ লাখ ২২ হাজার ৮২টি শেয়ার ১৬০ কোটি ৯৫ লাখ ৯২ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের তিন দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটির দর সাত দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।

লেনদেনে শীর্ষ তিনে অবস্থান করে ইউনাইটেড ফাইন্যান্স। কোম্পানিটির তিন কোটি ৪৩ লাখ ৬৪ হাজার ৮৪৯টি শেয়ার ৯৮ কোটি ১৪ লাখ ৬৮ হাজার টাকায় লেনদেন হয়।

যা মোট লেনদেনের দুই দশমিক শূন্য তিন শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৪ দশমিক ১৮ শতাংশ বেড়েছে। চতুর্থ অবস্থানে থাকা ঢাকা ব্যাংকের চার কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ২৮টি শেয়ার ৮৭ কোটি ৫৭ লাখ টাকায় লেনদেন হয়, যা ছিল মোট লেনদেনের এক দশমিক ৮১ শতাংশ। শেয়ারটির দর বেড়েছে এক দশমিক শূন্য ৯ শতাংশ।

পঞ্চম অবস্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৩১ লাখ ৩৭ হাজার ৫৩৭টি শেয়ার ৮৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার টাকায় লেনদেন হয়। শেয়ারটির দর এক দশমিক ৭২ শতাংশ বেড়েছে। ষষ্ঠ অবস্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ৮২ কোটি ৯১ লাখ তিন হাজার টাকায় পাঁচ কোটি ৫৫ লাখ ৬৩ হাজার ৪৫৩টি শেয়ার লেনদেন হয়। বিবিএস কেবলসের ৬২ লাখ ৩৭ হাজার ৫৬টি শেয়ার ৬৭ কোটি ছয় লাখ আট হাজার টাকায় লেনদেন হয়। সিটি ব্যাংকের এক কোটি ৯৭ লাখ ৫৭ হাজার ৪৩৬টি শেয়ার ৬৬ কোটি ৮১ লাখ ৮৮ হাজার টাকায় লেনদেন হয়। জেএমআই সিরিঞ্জের ১৫ লাখ ২৯ হাজার ৪৯৯টি শেয়ার ৬৪ কোটি ৬০ লাখ আট হাজার টাকায় লেনদেন হয়। সোনার বাংলা ইন্স্যুরেন্সের এক কোটি ৭৫ লাখ ২৯ হাজার ২০৫টি শেয়ার ৬৩ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকায় লেনদেন হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close