নিজস্ব প্রতিবেদক

  ২৮ জানুয়ারি, ২০১৯

ইবনে সিনা ফার্মার প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সর্বশেষ প্রান্তিকের (অক্টোবর ১৮-ডিসেম্বর ১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

প্রতিবেদন অনুযায়ি আলোচিত প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ৩ টাকা ৫২ পয়সা আয় করেছে। আগের বছর এই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৪৩ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা জুলাই’১৮ থেকে ডিসেম্বর’১৮ পর্যন্ত ছয় মাসে ইপিএস হয়েছে ৫ টাকা ৯৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৪১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪২ টাকা ৫১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৩৯ টাকা ২৮ পয়সা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close