নিজস্ব প্রতিবেদক

  ২৩ জানুয়ারি, ২০১৯

ব্লক মার্কেটে ৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার ব্লক মার্কেটে ১২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৬ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির মোট ২ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে টেলিকম কোম্পানি গ্রামীণফোন। কোম্পানির ১ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ইস্টার্ন হাউজিং ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ব্লকে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছেÑ ব্র্যাক ব্যাংক ১৪ লাখ ৫১ হাজার, ম্যাকসন্স স্পিনিং ২৫ লাখ ৮০ হাজার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১৮ লাখ ৪৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

, নর্দার্ন ইন্স্যুরেন্স ১১ লাখ ৭০ হাজার, ওরিয়ন ইনফিউশন ৯ লাখ ৭৫ হাজার, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ৫৩ লাখ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ১৬ লাখ ৩৫ হাজার, সানলাইফ ইন্স্যুরেন্স ২৪ লাখ ৬৪ হাজার ও ইউনাইটেড পাওয়ারের ৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close