নিজস্ব প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০১৯

ওষুধশিল্পে কাঁচামাল আমদানিতে দীর্ঘমেয়াদি ঋণ

দেশীয় ওষুধ শিল্পের কারখানার মালিকরা এখন থেকে কাঁচামাল আমদানিতে বায়ার্স ক্রেডিট নেওয়ার সুবিধা পাবেন। প্রকারভেদে এ ঋণের মেয়াদ হবে ৩৬০ দিন পর্যন্ত। সম্প্রতি দেশীয় ব্যাংকগুলোর সব বৈদেশিক মুদ্রা বিনিময় শাখাকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বিভাগ। নির্দেশে বলা হয়, সরকার কর্তৃক ২০১৮ সালের মে মাসে ওষুধ শিল্পের জন্য জারি করা নতুন ‘উৎপাদন ও রপ্তানি’ নীতিমালার আলোকে এ ঋণ সুবিধা উন্মুুক্ত করা হয়েছে। বাংলাদেশের ওষুধ শিল্প বিগত দুই দশক ধরে রপ্তানি ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি সাধন করেছে। গত ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্ব^র ২০১৮) ওষুধ শিল্পে রপ্তানি আয় হয়েছে ৭০ মিলিয়ন মার্কিন ডলার।

চীন, জাপানসহ ইউরোপ, আমেরিকা ও আফ্রিকায় ১৫০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close