নিজস্ব প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০১৯

সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল যারা

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৪৬ লাখ ১৮ হাজার ১৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিবিএস কেবলস। কোম্পানিটির ১ কোটি ১৮ লাখ ৬৭ হাজার ৯০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩২ কোটি ১২ লাখ ৫৭ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৪৭ লাখ ১৫ হাজার ৯১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৬ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইস। কোম্পানিটির ১৮ লাখ ৪০ হাজার ১১৩টি

শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৫ কোটি ৯৩ লাখ ২৬ হাজার টাকা।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ২৪ লাখ ৬৭ হাজার ১৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮২ কোটি ৯২ লাখ ৪৪ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, সিঙ্গার বাংলাদেশ, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস, ঢাকা ব্যাংক ও আলহাজ টেক্সটাইল মিলস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close