নিজস্ব প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০১৯

‘এ’ ক্যাটাগরিতে কাট্টলি টেক্সটাইল

২০১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ায় কাট্টলি টেক্সটাইল লিমিটেডকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সমাপ্ত হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২২ টাকা ৪৩ পয়সা। হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) এ কোম্পানির ইপিএস হয়েছে ৫১ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৩০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৬ পয়সায়।

জানা যায়, গত ২৬ জুন কাট্টলি টেক্সটাইল লিমিটেডকে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৪ কোটি টাকার মূলধন উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৪৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। গত বছরের ১২ নভেম্বর ডিএসইতে শেয়ারটির লেনদেন শুরু হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৯০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৯০ লাখ টাকা ও রিজার্ভ ৫৯ কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ারের ৩০ দশমিক ৩২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬ দশমিক ১৩ শতাংশ প্রতিষ্ঠান, শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ বিদেশি ও ৫৩ দশমিক ৪৬ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close