নিজস্ব প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০১৯

লাফার্জ হোলসিম ওয়ার্টসিলার চুক্তি

দেশের নেতৃস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড (এলএইচবিএল) ও জ্বালানি খাতে সেবাদানকারী বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ওয়ার্টসিলার মধ্যে চুক্তি সই হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের এলএইচবিএলের করপোরেট অফিসে এ চুক্তি সই হয়। চুক্তিতে এলএইচবিএলের প্রধান নির্বাহী রাজেশ সুরানা এবং ওয়ার্টসিলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহিম নিজ নিজ পক্ষে সই করেন।

চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর এলএইচবিএলের সুনামগঞ্জের ছাতকে অবস্থিত সুরমা প্ল্যান্টের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশ প্রদানের সেবা দেবে ওয়ার্টসিলা। চুক্তি সই অনুষ্ঠানে উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close