নিজস্ব প্রতিবেদক

  ১৪ জানুয়ারি, ২০১৯

পুঁজিবাজারে বড় উত্থানে সপ্তাহ শুরু

সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার প্রধান সূচক ডিএসইএক্স অবস্থান করছে ৫ হাজার ৮৬০ পয়েন্টে। যা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৬০ পয়েন্টে। যা ৯ মাস ৩ দিনের (১৮২ কার্যদিবস) মধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইর ডিএসইএক্স সূচক ২০১৮ সালের ১০ এপ্রিল ৫ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছিল। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০ পয়েন্টে। গতকাল ডিএসইতে আগের কার্যদিবস থেকে বেড়ে সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাড়িয়েছে ৯৭৩ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার টাকায়। যা আগের দিন ছিল ৮৯৭ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার টাকা।

এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকা।

গতকাল ডিএসইতে ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬ শতাংশ বা ২২৮টির, কমেছে ২২ শতাংশ বা ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ শতাংশ বা ৪০টির। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯৪৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close