বাণিজ্য ডেস্ক

  ১৩ জানুয়ারি, ২০১৯

ঢাকায় পুঁজিবাজার মেলা ফেব্রুয়ারিতে

‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৯’ শীর্ষক পুঁজিবাজার সংক্রান্ত তিন দিনব্যাপী মেলা ২৮ ফেব্রুয়ারি শুরু হবে। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ২ মার্চ পর্যন্ত চলবে মেলাটি। চতুর্থবারের মতো এ মেলার আয়োজক অর্থসূচক। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ক্যাপিটাল মার্কেট এক্সপোতে দেশের শীর্ষ ব্রোকারহাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, তালিকাভুক্ত কোম্পানিসহ বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেবে। থাকবে পুঁজিবাজার ও অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একাধিক সেমিনার। সেমিনারে খ্যাতনামা শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার, বিশ্লেষক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিব প্রমুখ অংশ নেবেন। সরকারের সিনিয়র একজন মন্ত্রী প্রধান অতিথি হিসেবে এক্সপো উদ্বোধন করবেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং একাধিক কমিশনার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন পর্বে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close