নিজস্ব প্রতিবেদক

  ১০ জানুয়ারি, ২০১৯

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন

দেশের পুঁজিবাজারে চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। লেনদেনের পাশপাশি বেড়েছে সূচক। সপ্তাহের চতুর্থ দিন গতকাল বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৮ পয়েন্ট বেড়েছে। চলতি বছরের সাত কার্যদিবসে এই সূচক বেড়েছে ৪১৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল বেড়েছে ৭১ পয়েন্ট। গতকাল ডিএসইতে ১ হাজার ২৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার এই বাজারে ১ হাজার ১ কোটি টাকা লেনদেন হয়েছিল। তবে সিএসইতে লেনদেন কিছুটা কমেছে। গত মঙ্গলবার এই বাজারে ৭৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বুধবার হয়েছে ৬২ কোটি ৯৫ লাখ টাকা । টানা ১১ দিন বাড়ার পর গত সোমবার সূচক কমেছিল বাজারে। গত মঙ্গলবার বড় উল্লম্ফন দিয়ে ফের তেজিভাব ফিরে বাজার। মঙ্গলবার ডিএসইএক্স ১১৫ দশমিক ৫৮ পয়েন্ট বাড়ে।

গতকাল ডিএসইএক্স ২৭ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৯৮ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১ পয়েন্টে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১৬১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারদর। গতকাল সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৭৭৯ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনে অংশ নিয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close