নিজস্ব প্রতিবেদক

  ১০ জানুয়ারি, ২০১৯

বিদেশিদের করজালে আনতে এনবিআরের নতুন উদ্যোগ

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের করজালের আওতায় আনতে এবং কর ফাঁকির প্রবণতা হ্রাস করতে তাদের মাঝে লিফলেট বিতরণ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিদেশি নাগরিকদের মধ্যে কর বিষয়ে সম্যক ধারণা দিয়ে ফাঁকি প্রতিরোধে এমন উদ্যোগ গ্রহণ করেছে এনবিআর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি মিশনগুলোতে বাংলাদেশে ওয়ার্ক পারমিট গ্রহণকারী ব্যক্তিদের কাছে ওই লিফলেট পৌঁছে দেওয়া হবে। এর পাশাপাশি এনবিআর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যার কাজ হবে কর ফাঁকিবাজ বিদেশি নাগরিকদের চিহ্নিত করা। ২০১৮ সালের সেপ্টেম্বর ও নভেম্বরে বোর্ডসভা থেকে নেওয়া এমন কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের পথে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) দেওয়া তথ্য অনুসারে বাংলাদেশে ওয়ার্ক পারিমট গ্রহণ করা বিদেশি নাগরিকের সংখ্যা ৭ হাজার ৩৪ জন এবং ইটিআইএন নিবন্ধিত বিদেশি নাগরিকের সংখ্যা ১২ হাজার ৪১ জন। তবে ধারণা করা হচ্ছে, বিপুল পরিমাণ কর্মী বেআইনিভাবে এ দেশে চাকরিরত আছেন। বিদেশি কর্মীদের করজালের আওতায় আনতে পারলে প্রাপ্য রাজস্ব থেকে দেশ বঞ্চিত হবে না। গত ১৮ সেপ্টেম্বর এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে বিদেশি নাগরিকদের করজালের আওতায় আনার উদ্দেশ্যে বাংলাদেশে আগত বিদেশি নাগরিকদের আয়কর বিষয়ে সম্যক ধারণা প্রদানের জন্য একটি লিফলেট প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। যার প্রধান উদ্দেশ্য বিমান ও স্থলবন্দর দিয়ে আগত বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশকালে একটি লিফলেটের মাধ্যমে আয়কর বিষয়ে ধারণা দেওয়া।

৯ম বোর্ডসভায় এ বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে লিফলেটের আকর্ষণীয় ও নান্দনিক প্রচ্ছদ তৈরি করতে হবে। লিফলেটের শব্দ চয়ন ও অন্যান্য বিষয় সদস্যদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে সমন্বিত করে প্রস্তুত করতে হবে। লিফলেটের গায়ে আকর্ষণীয় স্থানে ইংরেজিতে শুধু উপার্জনকারী ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য শব্দগুরো সংযোজনের সিদ্ধান্ত হয়। বিদেশি মিশনগুলোতে বাংলাদেশে ওয়ার্ক পারমিট গ্রহণকারী বিদেশি ব্যক্তিদের নিকট লিফলেট বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কার্যক্রম গ্রহণ এবং বিমানবন্দরে আগত বিদেশি শুধু যারা বাংলাদেশে চাকরির মাধ্যমে অর্থ উপার্জন করবে এ রকম ব্যক্তির কাছে লিফলেট বিতরণের সিদ্ধান্ত হয়।

অন্যদিকে দেশে অবৈধভাবে কর্মরত বিদেশি নাগরিকদের খুঁজে বের করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) ও পুলিশের সাহায্য নিতে যাচ্ছে এনবিআর। একই সঙ্গে যৌথভাবে কাজ করতে সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে যৌথ অভিযান পরিচালনা করবে বলেও এনবিআর সূত্রে জানা গেছে। টাস্কফোর্স প্রযুক্তির সাহায্য নিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ, চলে যাওয়া, আবাসস্থল ও তারা কতবার বাংলাদেশে ভ্রমণ করেছেন বা অবস্থান করছেন এ ধরনের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে এনবিআরে আয়কর বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমানে দেশে বসবাসরত বিদেশি নাগরিকদের কোনো সুনির্দিষ্ট তথ্যভিত্তিক ব্যবস্থাপনা নেই। ২০১৬ সালে এ ধরনের উদ্যোগ এনবিআর নিলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এনবিআরের আয়কর শাখা সরেজমিনে অন্তত ৩০টি কোম্পানির হদিস পেয়েছেন যেখানে বিদেশি নাগরিকরা কর্মরত আছেন। ইতিমধ্যে কোম্পানিগুলোকে বিষয়টি অবগত করা হয়েছে। পাশাপাশি কর কর্মকর্তারা বিমান ও স্থলবন্দরগুলোতে কর বুথ স্থাপন করেছিলেন।

কিন্তু তাতে কোনো ফল আসেনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট ইস্যু করলেও বেশির ভাগই কর ফাঁকি দেওয়ার জন্যে টুরিস্ট ভিসা নিয়ে এ দেশে আসেন এবং অবৈধভাবে কাজ করতে থাকেন। এজন্য নিয়োগদাতা কোম্পানিগুলোই দায়ী। আমরা এসব বিষয় মাথায় রেখেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, বিদেশিদের একটা ট্যাক্স কালচারের মধ্যে আনতে চাই। বিদেশিদের অনেকে বাংলাদেশে টুরিস্ট ভিসায় এসে চাকরি করছেন। এসব যাতে না হয়, সেটা আমরা লক্ষ রাখব। সাধারণত বিদেশিদের আয়ের ৩০ শতাংশ কর হিসেবে দিতে হয়।

১৯৮৪ সালের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী বিদেশি নাগরিকদের বেতনের ৩০ শতাংশ কর দেওয়ার কথা। বিদেশি নাগরিকদের কোনো কর মওকুফের সুযোগ নেই। বিদেশি সব নাগরিক যদি করের আওতায় আসে তা অন্তত ৫০ হাজার হওয়ার কথা। যদিও এর আগে এনবিআর টাস্কফোর্স গঠন করে সরেজমিনে পরিদর্শনে গিয়ে আইনি জটিলতায় বিভিন্ন বাধার মুখে পড়ে। এজন্য আইনের সংস্কারও প্রয়োজন মনে করছে এনবিআর।

২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেওয়া তথ্য অনুসারে বাংলাদেশে বিভিন্ন পেশায় বৈধভাবে কর্মরত আছেন ৪৪ দেশের ৮৫ হাজার ৪৮৬ জন নাগরিক। এর মধ্যে ৬৭ হাজার ৮৮৫ জনই নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন। সবচেয়ে বেশি আছেন ভারতের নাগরিক। প্রতিবেশী রাষ্ট্রটির ৩৫ হাজার ৩৮৬ জন এ দেশে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের মধ্যে রয়েছেন ৬৭ হাজার ৮৫৩ জন ব্যবসায়ী, ৮ হাজার ৩০০ বিশেষজ্ঞ, ৩ হাজার ৬৮২ কর্মকর্তা, ২ হাজার ১০৫ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক, ৯২২ মূলধন বিনিয়োগকারী, ৮০৪ ব্যক্তিগত কর্মচারী, ৭২৭ কারিগরি যন্ত্রসংশ্লিষ্ট পেশাজীবী, ৫৬১ এনজিওকর্মী, ৪০০ গবেষণা বা প্রশিক্ষণ স্টাফ ও ১৩২ জন গৃহকর্মী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close