নিজস্ব প্রতিবেদক

  ০৮ জানুয়ারি, ২০১৯

সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন

বছরের প্রথম কার্যদিবস থেকেই পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় প্রতিদিনই লেনদেন বেড়েছিল। তবে ৪র্থ কার্যদিবস পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার মূল্য সূচকের পতনের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল ডিএসইতে সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাঁড়িয়েছে ৯৬৫ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার টাকায়। যা আগের দিন ছিল ১ হাজার ২৬ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬ শতাংশ বা ৬১ কোটি ২৩ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়া সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৩ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪ শতাংশ বা ১১৬টির, কমেছে ৫৭ শতাংশ বা ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ শতাংশ বা ৩০টির।

অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৩০৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close