বাণিজ্য ডেস্ক

  ০৬ জানুয়ারি, ২০১৯

সবজি রফতানিতে প্রবৃদ্ধি ৫৫ শতাংশ

বাংলাদেশ থেকে সবজি রফতানি বাড়ছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে দেখা গেছে, ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ছয় মাসে সবজি রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৫ কোটি ৯৩ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৬০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এ পণ্যের রফতানি আয় ছিল ৩ কোটি ৮৩ লাখ ডলার। এতে রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৫৪ দশমিক ৮৭ শতাংশ। দেশ থেকে আলু, ধনিয়া পাতা, লাউপাতা, লাউশাক, বরবটি, কাঁকরোল, করলা, ঝিঙে, লালশাক, বেগুন, টমেটো, পটোল, কচু, মিষ্টিকুমড়া, চালকুমড়া, লাউ, পেঁপে, কলা, শসা, শিম, বাঁধাকপি, মরিচ, মুলাসহ অর্ধশতাধিক সবজি রফতানি হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close