নিজস্ব প্রতিবেদক

  ০৬ ডিসেম্বর, ২০১৮

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন

সপ্তাহের চতুর্থ দিন গতকাল বুধবার দেশের প্রধান পুঁজিবাজার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ১৭ পয়েন্টে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৯ পয়েন্টের বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে ৬৭৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩ কোটি ৮৯ লাখ টাকা কম। গত মঙ্গলবার এই বাজারে ৬৮৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অন্যদিকে সিএসইতে ২৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২ কোটি ৮০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন ছিল ৩২ কোটি ৫৬ লাখ। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৩১টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬১ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪২৮ দশমিক ৯৭ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৭ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪ টির, কমেছে ১০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির দর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close