নিজস্ব প্রতিবেদক

  ০৪ ডিসেম্বর, ২০১৮

অর্থমন্ত্রীকে সংবর্ধনা দেবে বিএসইসি

পুঁজিবাজার উন্নয়নে অবদান রাখার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ও কমিশনাররাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ২০০৮ সাল থেকে টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছেন আবুল মাল আবদুল মুহিত। মুহিত অর্থমন্ত্রী থাকা অবস্থাতেই দেশের শেয়ারবাজারের সব থেকে বড় ধসের ঘটনা ঘটেছে। সেই ধসের পেছনে জড়িত থাকা কারসাজি চক্রের নাম প্রকাশ করা নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক সৃষ্টি করেছেন তিনি। তাছাড়া পুঁজিবাজার নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে অর্থমন্ত্রী মুহিতের ভূমিকার কারণেই ২০১০ সালের ধসের পর শেয়ারবাজারে বেশকিছু সংস্কারমূলক উন্নয়ন হয়েছে।

ডিমিউচ্যুয়ালাইজেশন হয়েছে স্টক এক্সচেঞ্জ (মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক করা)। ডিএসই কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের দুই প্রতিষ্ঠান শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ কনসোর্টিয়ামকে পেয়েছে। ###

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close