নিজস্ব প্রতিবেদক

  ২৬ নভেম্বর, ২০১৮

পাটকলে যন্ত্রাংশ আধুনিকায়ন করতে হবে

অন্যান্য শিল্পের মত পাটকলে যন্ত্রাংশ আধুনিকায়ন করতে হবে। এটি করা না হলে এর অর্থনৈতিক সম্ভাবনা কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এ ক্ষেত্রে সক্ষমতা ও প্রবৃদ্ধির কথা ভেবে দেখতে হবে। পাটকে সঠিকভাবে চিনতে হবে, এর সঠিক ব্যবহার বুঝতে হবে। বেসরকারি ক্ষেত্রের সাফল্যকেও পাটখাতে কাজে লাগাতে হবে।

গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পাটশিল্পের বর্তমান অবস্থা, সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে তারা এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এই সেমিনারের আয়োজন করে।

অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, আন্তর্জাতিক বাজারকে বিবেচনা করলে দেখা যায়, আমাদের পাটপণ্যের সাশ্রয়ী মূল্যে উৎপাদন করতে হবে। ভারতের তুলনায় আমাদের পাটপণ্যের রফতানি গত ছয় বছরে বৃদ্ধি পেয়েছে। এ অগ্রগতিগুলোকে বিবেচনায় নিয়ে বাজারমূল্য ঠিকভাবে নির্ধারণ করতে হবে বলে জানান তিনি।

বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) সাবেক মহাপরিচালক ও বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান বলেন, বাংলাদেশে পাটকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় বলে দেশে পাটের ওপর একটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয় রয়েছে। পলিথিনের কুপ্রভাব বুঝতে পেরেছে বলে বিশ্ববাজার এখন পলিথিন থেকে সরে আসার প্রয়োজনীয়তা অনুভব করছে। এ ক্ষেত্রে সিনথেটিকের সঙ্গে প্রতিযোগিতায় পাটের টিকে থাকার চ্যালেঞ্জ মোকাবেলা ও পণ্যের মান উন্নয়নে পর্যাপ্ত গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকার দেশের মধ্যে একটি বাজার তৈরি করতে চাচ্ছে।

এটিকে সম্ভাবনাময় করে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। তবে যে সব মিল বন্ধ রয়েছে তার বাস্তবতাও বুঝতে হবে। এক্ষেত্রে দেনা, আর্থিক ক্ষতি, মজুদ, বকেয়াসহ অন্যান্য অনুষঙ্গ বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি।

বিলস’র ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঞার সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. জাফরুল হাসানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিলস উপদেষ্টা পরিষদ সদস্য সহিদুল্লা চৌধুরী। সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শহীদুল করিম, বিলস উপদেষ্টা পরিষদ সদস্য মো. আশরাফ হোসেন, মেসবাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, যুগ্ম মহাসচিব ডা. ওয়াজেদুল ইসলাম খান, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খলিলুর রহমান প্রমুখ। ###

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close