তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

  ০৮ নভেম্বর, ২০১৮

বাংলাবান্ধা স্থলবন্দর

আমদানি-রফতানি বন্ধ তিন দিন

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে তিন দিন আমদানি-রফতানির কার্যক্রম বন্ধ থাকবে দেশের অন্যতম স্থলবন্দর বাংলাবান্ধা। তবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার বন্দরের সব কার্যক্রম শেষে উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এই বন্ধ ঘোষণা করেন বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার মামুন সোবহান জানান, বুধবার শ্যামাপূজা উপলক্ষে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে এবং ব্যবসায়ীদের সুবিধার্থে বৃহস্পতিবারও বন্ধ ও শুক্রবার সরকারি ছুটি থাকায় তিন দিন বন্ধ ঘোষণা করা হয় বন্দর। আগামী শনিবার (১০ নভেম্বর) থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাভাবিকভাবে সব কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close