বাণিজ্য ডেস্ক

  ২৮ অক্টোবর, ২০১৮

ব্লক মার্কেটে ৯২ কোটি টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে ২২টি কোম্পানির লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেন পরিমাণ দাঁড়িয়েছে ৯২ কোটি ১৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বড় লেনদেন হয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের। কোম্পানিটির ১ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৭২০ শেয়ারে ৪৬ কোটি ৭৪ লাখ ৮১ হাজার টাকায় লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। ব্যাংকটির ৩৫ লাখ ৫০ হাজার শেয়ার ১০ কোটি ২০ লাখ টাকায় লেনদেন হয়েছে। এফএএস ফাইন্যান্স ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে। প্রতিষ্ঠানটির ৭৯ লাখ শেয়ার ৮ কোটি ৬৯ লাখ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া ব্লক মার্কেটে বিডি ফাইন্যান্সের ৪ কোটি ৮ লাখ ৩৬ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫২ লাখ টাকা, ডেল্টা লাইফের ১ কোটি ৯ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের ১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার টাকা, ইস্টার্ন ব্যাংকের ৫ কোটি ৯৫ লাখ টাকা, এফএএস ফাইন্যান্সের ৮ কোটি ৬৯ লাখ টাকা, গ্রামীণফোনের ৩ কোটি ১ লাখ ৯৬ হাজার টাকা, খুলনা পাওয়ার কোম্পানির ৯ লাখ টাকা, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৮ লাখ টাকা, মবিল যমুনার ৯৭ লাখ ৪১ হাজার টাকা, এমএল ডাইংয়ের ২৬ লাখ ৯৩ হাজার টাকা, মুন্নু জুট স্টাফলার্সের ৯৮ লাখ ৪ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৫ লাখ ৪১ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬৩ লাখ ৯৬ হাজার টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১ কোটি ২২ লাখ ১৫ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৪ কোটি ৩০ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ২৮ লাখ ৬৩ হাজার টাকা, সিঙ্গার বিডির ৯ লাখ ৪৩ হাজার টাকা, উসমানিয়া গ্যাসের ৫ লাখ টাকা, ভিএফএস থ্রেডের ৪৮ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close