নিজস্ব প্রতিবেদক

  ০৯ অক্টোবর, ২০১৮

অর্থবছরের তিন মাস

রফতানিতে প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭৫ শতাংশ

চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৯৯৪ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ দশমিক ৭৫ শতাংশ বেশি। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল পণ্য রফতানি আয়ের এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে,গত সেপ্টেম্বরে ৩১৪ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এটি গত বছরের সেপ্টেম্বরের চেয়ে ৫৪ দশমিক ৬৪ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরে রফতানি হয়েছিল ২০৩ কোটি ডলারের পণ্য।

ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, তৈরি পোশাক রফতানিতে ভালো প্রবৃদ্ধি হওয়ার কারণে সামগ্রিক পণ্য রফতানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৮১৯ কোটি ডলারের পোশাক রফতানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৬৬ শতাংশ বেশি। গত ২০১৭-১৮ অর্থবছরের প্রথম তিন মাসে ৭১৪ কোটি ডলারের পোশাক রফতানি হয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ রফতানি আয়ের খাত যথাক্রমে চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাট ও পাটজাত পণ্য। তবে উভয়ের রফতানি কমেছে। হিমায়িত চিংড়ির রফতানিও কমে গেছে। তবে কৃষিপণ্য রফতানিতে ৯৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আলোচ্য সময়ে কৃষিপণ্য রফতানি থেকে আয় এসেছে ২৯ কোটি ডলার। গত অর্থবছরে পণ্য রফতানিতে ৩ হাজার ৬৬৬ কোটি ডলার আয় হয়েছে।

চলতি অর্থবছর রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০০ কোটি ডলার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close