নিজস্ব প্রতিবেদক

  ০৩ অক্টোবর, ২০১৮

বাজেট অলিম্পিয়াডের শুভ সূচনা

বাজেট প্রণয়নে তরুণদের অংশগ্রহণের প্রত্যয়ে বাজেট অলিম্পিয়াড ২০১৮-এর শুভসূচনা হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাজেট অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলিম্পিয়াড আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক এম এম আকাশ। উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সম্পাদক এ আর আমান, জুরি প্যানেল সদস্য ও ঢাকা স্কুল অব ইকোনমিকসের সহযোগী অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম, অ্যাকশনএইড বাংলাদেশের ম্যানেজার নুজহাত জাবিন, বাজেট অলিম্পিয়াডের সমন্বয়কারী নুরুল আলম মাসুদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজেটকে তরুণ প্রজন্মের মধ্যে আরো বেশি আগ্রহের বিষয় করে তোলা, বাজেট বিতার্কিক ও অ্যাডভোকেট গড়ে তোলা, তরুণদের নেতৃত্বে বাজেট বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের জন্য তরুণদের আরো সক্রিয় করে তুলতে হবে। এ আয়োজনের মাধ্যমে তরুণরা বাজেট বিষয়ে দৃঢ়ভাবে বুঝতে এবং জাতীয় পরিকল্পনা প্রণয়ন, বাজেটের গণতন্ত্রায়ন ও জন অংশগ্রহণ তৈরিতে সক্রিয় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জানানো হয়, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের উদ্যোগে এ বছর দেশের চারটি অঞ্চলের প্রায় ৪৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছে। ৪ অক্টোবর চট্টগ্রাম, ১২ অক্টোবর খুলনা, ২৭ অক্টোবর ঢাকা এবং ৫ নভেম্বর রাজশাহীতে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট অলিম্পিয়াড গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে একজন ‘বাজেট অলিম্পিয়াড চ্যাম্পিয়ন’ ও দুজন ‘বাজেট অলিম্পিয়াড রানার্সআপ নির্বাচিত হবেন। ‘বাজেট অলিম্পিয়াড চ্যাম্পিয়ন’ পাবেন ১৫ হাজার টাকা এবং দুই রানার্সআপের প্রত্যেককে ১০ হাজার টাকার ফেলোশিপ দেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close