নিজস্ব প্রতিবেদক

  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

ওষুধের কাঁচামাল রফতানি

ভর্তুকি পেতে লাগবে ইপিবির সনদ

ওষুধের কাঁচামাল বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্টস (এপিআই) রফতানির বিপরীতে সরকার ঘোষিত ভর্তুকি পেতে হলে এপিআই সনদের বদলে এখন থেকে ইপিবির সনদ লাগবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ডিজিএম মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

রফতানি বাণিজ্যকে উৎসাহিত করতে নিজস্ব কারখানায় উৎপাদিত ওষুধের কাঁচামাল বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্টস (এপিআই) রফতানির বিপরীতে সরকার ২০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। ২০১৭-১৮ অর্থবছর থেকে জাহাজীকৃত পণ্যের (এফওবি) ক্ষেত্রে এ ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে এ ভর্তুকি পেতে এত দিন বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের সনদপত্র দরকার ছিল। তবে এখন থেকে এই অ্যাসোসিয়েশনের সনদের বদলে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি)

প্রত্যয়নপত্র সুবিধাপ্রত্যাশী প্রতিষ্ঠানগুলোকে দাখিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ডিজিএম মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি বৈদেশিক মুদ্রা লেনদেনে জড়িত সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে। এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে অ্যাসোসিয়েশনের সনদপত্রের বদলে ইপিবির সনদপত্র দাখিল করতে হবে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে এপিআই উৎপাদন করছে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, বাংলাদেশ অ্যান্টিবায়োটিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গণস্বাস্থ্য অ্যান্টিবায়োটিকস লিমিটেড, গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেড, নিপ কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অপসোনিন বাল্ক ড্রাগস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নভো হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা লিমিটেড, নভো হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা লিমিটেড ইউনিট-২, ফার্মাটেক কেমিক্যালস লিমিটেড, এসিআই লিমিটেড, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড, এসকায়েফ বাংলাদেশ লিমিটেড ও গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close