নিজস্ব প্রতিবেদক

  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

বঙ্গবন্ধু হাইটেক সিটি

১৪ কোটি ডলার বিনিয়োগ করছে ৯ কোম্পানি

কর্মসংস্থান হবে ২৫ হাজার

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে নয়টি কোম্পানি ১৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে । এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় ২৫ হাজার মানুষের। বঙ্গবন্ধু হাইটেক সিটির ইন্ডাস্ট্রিয়াল জোনে নয়টি কোম্পানিকে প্লট বরাদ্দ দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ইতোমধ্যে ওই কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে তাদের প্লট বুঝিয়ে দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতে বিশেষ অতিথির বক্তব্য দেন। এর ফলে আগামী ৪০ বছরের জন্য বঙ্গবন্ধু হাইটেক সিটিতে রবি অজিয়াটা, জেনেক্স, বিজেআইটি সফটওয়্যার, ফেয়ার ইলেক্ট্রনিক্স, কেডিএস গ্রুপ, ইন্টারক্লাউড, বিজনেস অটোমেশন, নাজডাক টেকনোলজিস এবং জেআর এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানগুলো বিনিয়োগের সুযোগ পেলো।

অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে নয়টি কোম্পানি এখানে ২০.৫০ একর জমি বরাদ্দ পেয়েছে। তারা হার্ডওয়্যার, সফটওয়্যার, আইওটি, বিপিও, ট্রেনিং সেন্টার, ডাটা- সেন্টার প্রভৃতি উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করবে। এই হাইটেক পার্কে প্রায় ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। কোম্পানিগুলো এখানে প্রায় ১৪০.৮১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতায় নির্মিত বা নির্মিতব্য হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটে গত ২ সেপ্টেম্বর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন হাইটেক পার্কে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য চলতি মাসের শেষ সপ্তাহে লন্ডনে সেমিনার, রোডশোসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী পলক বলেন, কালিয়াকৈরে ৩৫৫ একর জমির উপর স্থাপিত ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ফ্লাগশিপ প্রকল্প। এ পার্কে প্রায় এক লাখ লোকের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। হাইটেক পার্ক বা সফটওয়্যার টেকনোলজি পার্কগুলো সফটওয়্যার, ইলেকট্রনিক্স ইত্যাদি পণ্য রফতানি মূল কেন্দ্র হয়ে গড়ে উঠবে। ইতোমধ্যে জনতা সফটওয়্যার টেকনোলজি পার্ক হতে বিভিন্ন কোম্পানি বিদেশে সফটওয়্যার রফতানি করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close