নিজস্ব প্রতিবেদক

  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পরিদর্শন করবেন রোহিঙ্গা শিবির

রোহিঙ্গা সংকটসহ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করতে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হ্যার্টউয়িগ শেফার গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন। আগামী শুক্রবার ৬ দিনের সফর শেষে তিনি ঢাকা ছেড়ে যাবেন। সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বিশ্বব্যাংক ঢাকা অফিস এই তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাংক ঢাকা অফিসের অফিসের মিডিয়া কনসালটেন্ট কর্মকর্তা মেহেরিন এ মাহবুব সাংবাদিকদের জানিয়েছেন, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ৬ দিনের সফরে ঢাকায় এসেছেন। বাংলাদেশ সফরের সময় তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ সিনিয়র কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করবেন।

প্রসঙ্গত, রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪০ কোটি মার্কিন ডলারের অনুদান সহায়তা দিচ্ছে। এই বছরের ১ জুলাই দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি শেফারের প্রথম বাংলাদেশ সফর।

এর আগে তিনি কান্ট্রি ডিরেক্টর হিসেবে জিবুতি, মিসর ও ইয়েমেনে দায়িত্ব পালন করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close