নিজস্ব প্রতিবেদক

  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

লন্ডন রুটে বিমানের ফ্লাইট বাড়ছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে চারটির স্থলে ছয়টি ফ্লাইট পরিচালনা করবে। এতে লন্ডন রুটে বাড়তি দুটি ফ্লাইটের অনুমতি মেলায় মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিনই এই রুটে ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ। আগামী ডিসেম্বর থেকে এই রুটে ড্রিমলাইনারেরও অভিষেক ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, এখন ঢাকা-লন্ডন রুটে প্রতি সপ্তাহে বিমানের চারটি ফ্লাইট চলাচল করে থাকে। এর অতিরিক্ত আরো দুটি ফ্লাইট চালাতে বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট অথরিটির কাছে আবেদন করে। এর প্রেক্ষিতে সম্প্রতি তারা বিমানকে আরো দুটি ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমানে সর্বাধুনিক ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকা-সিঙ্গাপুর ও ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিমানের নিজস্ব বহরে যুক্ত হয় চতুর্থ প্রজন্মের উড়োজাহাজ বোয়িং ড্রিমলাইনার। নভেম্বরে যুক্ত হবে দ্বিতীয় ড্রিমলাইনারটি। আরো দুটি আসবে ২০১৯ সালে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close