নিজস্ব প্রতিবেদক

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

‘বিত্তশালীরা ঠিকভাবে কর দিচ্ছেন কিনা তা তদন্ত করা হচ্ছে’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইঁয়া বলেছেন,দেশের বিত্তশালীরা সঠিক নিয়মে কর পরিশোধ করছেন কিনা, তা তদন্ত করা হচ্ছে। কমিশনারেট অফিসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, এ বিষয়টা রিভিউ করার জন্য। মনিটরিং করে দেখা হবে, বিত্তশালীরা ঠিক মতো কর দিচ্ছেন কিনা।

গতকাল বিসিএস একাডেমীতে ৬ মাসব্যাপী বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি । নতুন নিয়োগপ্রাপ্ত ৩৬তম বিসিএস (কর) ক্যাডারের ৩৯জন সহকারী কর কমিশনারসহ মোট ৪২জন সহকারী কর কমিশনার এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। কর ফাঁকি দিয়ে ধনীরা আরো ধনী হচ্ছে কিনা-এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে ধনীরা যে সব সময় কর ফাঁকি দেন তা নয়। তারা করও দেন। আবার দেশের উন্নয়নে অংশ নেন। তবে সবাই ঠিক মতো কর দিচ্ছেন কিনা তা দেখা হচ্ছে। মনিটরিং হচ্ছে। কমিশনারেট অফিসগুলোকে কর ফাঁকিবাজ চিহ্নিত করতেও বলা হয়েছে বলে জানান তিনি।

বিসিএস (কর) একাডেমীর মহাপরিচালক মো. বজলুল কবির ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের জিডিপর তুলনায় টেক্স রেশিও কম। এজন্য করদাতার সংখ্যা বাড়াতে হবে। তবে জোর জবরদস্তি নয়। সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কাজ করতে হবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি ও কর কমিশনার (কর অঞ্চল-০৮) মো. সেলিম আফজাল। এ ছাড়াও এনবিআরের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বিশ্বে অতি ধনী মানুষের সংখ্যা সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে বাংলাদেশে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য দেওয়া হয়েছে। লন্ডনভিত্তিক একটি প্রতিষ্ঠান ‘ওয়েলথ এক্স’গত সপ্তাহে এই অতি ধনীদের ওপর সর্বশেষ রিপোর্টটি প্রকাশ করে।

এতে বলা হয়েছে, অতি ধনী মানুষের সংখ্যা সবচেয়ে দ্রুতহারে বাড়ছে যেসব দেশে, সেই তালিকায় বাংলাদেশ সবার উপরে। ওয়েলথ এক্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১৭ দশমিক ৩ শতাংশ হারে ধনীদের সংখ্যা বাড়ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close