নিজস্ব প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে ভিয়েতনামে বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ওয়াল্ড ইকোনমিক ফোরাম অন আসেনে যোগদান করতে ভিয়েতনাম গেছেন। গতকাল ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ১১-১৩ সেপ্টেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। ওয়াল্ড ইকোনমিক ফোরাম এবং ভিয়েতনাম যৌথ ভাবে এ সভার আয়োজন করেছে। ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাণিজ্যমন্ত্রী এ সভায় যোগদান করছেন।

এ সভায় আসেনের সদস্যভুক্ত দেশগুলোসহ বিশে^র বিভিন্ন দেশের আমন্ত্রীত নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার নেতৃবৃন্দ, উল্লেখযোগ্য করপোরেশন ও শিক্ষাবীদরা এ সভায় যোগদান করবেন। সভায় আসেন অঞ্চলে ফোর্থ ইন্ডাষ্ট্রিয়াল রেভোলুশনের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। এছাড়া এ বিষয়ে নীতি নির্ধারণ ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো স্থান পাবে। সভায় বিশেষ করে আঞ্চলিক এবং বিশ^ বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিম বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা হবে।

এ ছাড়া বাণিজ্যমন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী, সভায় আগত বিভিন্ন দেশের মন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। বাণিজ্যমন্ত্রী আগামী ১৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close