বাণিজ্য ডেস্ক

  ২৮ আগস্ট, ২০১৮

বেনাপোল বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু

ঈদুল আজহার ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। গতকাল সকাল থেকে পেট্রাপোল ও বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি পুরোদমে শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত রোববার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হলেও কার্যক্রম চলে ঢিমেতালে।

জানা যায়, ঈদুল আজহার সরকারি ছুটিতে ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকায় পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র ট্রাকজটের সৃষ্টি হয়েছে।

বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং, বনগাঁও টার্মিনালসহ যশোর রোডের দুই পাশে দাঁড়িয়ে রয়েছে। তবে রোববার আমদানি পণ্য নামানোর কাজ বেশি হলেও সোমবার পণ্য লোডের কাজ পুরোদমে চলছে।

বন্দর হ্যান্ডেলিং শ্রমিকরা পণ্য উঠা নামার কাজে ব্যস্ত সময় পার করছেন। বন্দরে পণ্যজট কমাতে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close